ওগো অন্তর্যামী, ভক্তের তব শোন শোন নিবেদন (ogo ontorjami bhokter tobo shono shono nibedon)

ওগো অন্তর্যামী, ভক্তের তব শোন শোন নিবেদন
যেন থাকে নিশিদিন তোমারি সেবায় মোর তনু-প্রাণ-মন

    
        নয়নে কেবল দেখি যেন আমি
            তোমারই স্বরূপ ত্রিভুবন-স্বামী

শিরে বহি যেন তোমারি পূজার অর্ঘ্য অনুক্ষণ
এ রসনা শুধু জপে তব নাম এই বর দাও নাথ;
তোমারি চরণ সেবায় লাগুক মোর এই দুটি হাত।
    
        ওঠে তব নাম প্রতি নিঃশ্বাসে
    
        শ্রবণে কেবল তব নাম ভাসে
তব মন্দির-পথে যেন সদা চলে মোর এ চরণ

  • ভাবসন্ধান: এটি একটি ভক্তিমূলক গান। কবি স্রষ্টার কাছে এই প্রার্থনা করেন, যেনো সর্বক্ষণ দেহ-প্রাণ-মনে নিজেকে সেবকের মতো নিবেদন করতে পারেন। যেনো সর্বান্তকরণে তাঁর প্রতি ভক্তি অটুট থাকে এবং তাঁর মনতুষ্টির জন্য নিজেকে উৎসর্গ করতে পারেন। কবি কামনা করেন, যেনো বিশ্বচরাচরে প্রভুর অপার রূপ তিনি দর্শন করতে পারেন তাঁর চেতনার ভিতর দিয়ে এবং তাঁকে নিবেদন করার যা কিছু আছে, তিনি তা সর্বক্ষণ সগৌরবে ধারণ করতে পারেন।

    তিনি স্রষ্টার কাছে এই বর প্রার্থনা করেন, যেন বাক্যে, কর্মে, শ্বাস-প্রশ্বাসে শ্রবণে স্রষ্টা তাঁকে আচ্ছন্ন করে রাখেন। কবির হাত ঈশ্বর-সেবার হাত হয়ে উঠুক। শ্রবণে যেন সবসময় ঈশ্বরে নাম ধ্বনিত হয়। তাঁর চলার আদর্শ হোক স্রষ্টার পথে। যেন  স্রষ্টার পবিত্র ও কল্যাণের অমৃতসদনই হোক তাঁর প্রার্থিত আশ্রয় এবং সেই পথই হোক তাঁর পরম লক্ষ্য।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি  (মাঘ-ফাল্গুন ১৩৪৩) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৮ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০১৮। গান ৪৯০। পৃষ্ঠা ১৫০]
     
  • রেকর্ড: এইচএমভি। ফেব্রুয়ারি ১৯৩৭ (মাঘ-ফাল্গুন ১৩৪৩) এন ৯৮৫২। শিল্পী: কে মল্লিক [শ্রবণ নমুনা]
  • বেতার: সঙ্গীতালেখ্য: 'কাফেলা' [২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮)] রাত্রি ৮টা থেকে ৮.৩৯টা পর্যন্ত।
    [সূত্র: বেতার জগতের ১২শ বর্ষ, ১০ম সংখ্যায় [২৪ মে ১৯৪১ (শনিবার ১০ জ্যৈষ্ঠ ১৩৪৮). পৃষ্ঠা: ৫৭৬ ]

     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সেলিনা হোসেন [একবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা] ষষ্ঠ গান।  [নমুনা]
    • পর্যায়:
      • বিষয়াঙ্গ: ভক্তি [সাধারণ]
      • সুরাঙ্গ: স্বকীয়
      • তাল: দাদরা
      • গ্রহস্বর: রা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।