ওগো আমিনা তোমার দুলালে আনিয়া আমি ভয়ে ভয়ে মরি (ogo amina tomar dulale ania)

ওগো   আমিনা তোমার দুলালে আনিয়া আমি ভয়ে ভয়ে মরি
         এ নহে মানুষ বুঝি ফেরেশ্‌তা আসিয়াছে রূপ ধরি’ ॥
                    সে নিশীথে যখন বক্ষে ঘুমায়
                    চাঁদ এসে তারে চুমু খেয়ে যায়
         দিনে যবে মেষ চারণে সে যায় মেঘ চলে ছায়া করি’,
         সাথে সাথে তার  মেঘ চলে ছায়া করি’ ॥
         মনে হয় যেন লুকাইয়া রাতে তোমার শিশুর পায়
         কত ফেরেশ্‌তা হুর-পরী এসে সালাম করিয়া যায়।
                    সে চলে যায় যবে মরুর উপরে
                    বস্‌রা গোলাপ ফোটে থরে থরে
         তার চরণ ঘিরিয়া কাঁদে ফুলবনে অলিকুল গুঞ্জরি’ ॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের আগষ্ট  (শ্রাবণ-ভাদ্র ১৩৪৪) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড করা হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ২ মাস।
     
  • রেকর্ডসূত্র: এইচএমভি [আগষ্ট ১৯৩৭ (শ্রাবণ-ভাদ্র ১৩৪৪)। এন ৯৯৩৯। শিল্পী: পরীবাণু। সুর কমল দাশগুপ্ত]

 

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।