ওগো ও আমার কালো (ogo o amar kalo)

ওগো ও আমার কালো 
গহন বনে বুকের মাঝে জ্বালো তুমি জ্বালো
                        ওগো আমার আলো গো॥
        কাজ্‌লা মেঘের অন্তরালে
        তোমার রূপের মানিক জ্বলে
আমার কালো মনের তলে জ্বালাও তুমি আলো গো॥
এক্‌লা ব'সে দিন যেন মোর কাটে
কইতে কথা বুক যে আমার ফাটে গো
আঁধার যখন আস্‌বে ঘিরে জ্বাল্‌বে তুমি আলো গো॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩) মাসে টুইন রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুল ইসলামের ৩৭ বয়স ছিল বৎসর ১ মাস।
     
  • রেকর্ড: টুইন। জুলাই ১৯৩৬ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)। এফটি ৪৪৭৫। শিল্পী: সমর রায় [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ নজরুল সঙ্গীত স্বরলিপি চতুর্দশ খণ্ড (নজরুল ইন্সটিটিউট)। নবম গান। রেকর্ডে সমর রায়ের গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম,শাক্তসঙ্গীত)
    • সুরাঙ্গ: ভজন।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।