ওগো ঠাকুর! বলতে পার কোথায় তোমার দেশ (ogo thakur! bolte paro)

    নাটক: 'নরমেধ'

ওগো ঠাকুর! বলতে পার কোথায় তোমার দেশ।
সেই দেশেতে যাব আমি করবো দুখের শেষ॥
        কাঁদবো তোমার পায়ে ধ'রে
        আমার বাবা-মায়ের তরে,
দেখতে নারি ঠাকুর, তাদের আর এ দীন বেশ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে জানা যায় না ১৯৩৬ খ্রিষ্টাব্দের জানুয়ারি (পৌষ-মাঘ ১৩৪২) মাসে , মন্মথ রায়ের রচিত নাটক 'নরমেধ' টুইন রেকর্ড কোম্পানি প্রকাশ করেছিল। এই নাটকে গানটি ছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৬ বৎসর ৭ মাস।
     
  • রেকর্ড: টুইন। নরমেধ (নাটক)। মন্মথ রায় রচিত নাটক। [জানুয়ারি ১৯৩৬ (পৌষ-মাঘ ১৩৪২)। এফটি ৪২০৯। চরিত্র: কুশধ্বজ। শিল্পী: হরিমতী]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ [নজরুল সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] নবম গান।  [নমুনা]
  • সুরকার: ধীরেন দাস
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (নাট্যগীতি)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।