ওগো নন্দ দুলাল নাচে ছন্দতালে (ogo nondo dulal nache chhondotaale)
দ্বৈত : ওগো নন্দ দুলাল নাচে ছন্দতালে
স্ত্রী : মধু মঞ্জির বোলে মণি কুন্তল দোলে
পুরুষ : চন্দন লেখা শোভে চারুভালে॥
স্ত্রী : রস যমুনায় জাগে ঢেউ উতরোল
পুরুষ : ব্রজগোপিকার প্রাণে লাগে তারি হিল্লোল
দ্বৈত : রাস পূর্ণিমা রাতে শিখী নাচে সাথে সাথে
ফুল দোলে কুঞ্জেরই বকুল ডালে॥
স্ত্রী : নাচে নন্দ দুলাল বাজে মোহন বেণু
পুরুষ : অঙ্গের লাবনিতে আলো করে অবনিতে
দ্বৈত : হাসিতে ঝরায় ফুল পরাগ রেণু।
স্ত্রী : রাঙা পায়ে রুমুঝুমু বাজে মধুর
পুরুষ : জীবন মরণ তার যুগল নূপুর
দ্বৈত : মুগ্ধ তারকা শশী রাতের দেউলে বসি
আরতি প্রদীপ শিখা নিত্য জ্বালে॥
- ভাবসন্ধান: ব্রজধামের রাস-পূর্ণিমা উৎসবে কৃষ্ণের নৃত্যের সৌন্দর্য-মহিমা উপস্থাপন করা হয়েছে ব্রজ নরনারীর এই যুগল গানে। সে নাচের ছন্দের মধুময় নূপুরের বোলের সাথে তাঁর দোলে কেশরাশি। চন্দনরেখায় শোভিত হয়ে উঠে তাঁর মনোরম কপালে। তাঁর নাচের ছন্দে রস-যমুনায় জাগে উদ্বেলিত তরঙ্গ, ব্রজগোপিকাদের প্রাণে বহে আনন্দ হিল্লোল। এই নৃত্য-বিহ্বল রাস-পূর্ণিমার রাতে নাচে ময়ূর, দোলে ফুল কুঞ্জুর বকুল শাখায়।
নাচে নন্দ-দুলাল (নন্দের আদুরে পুত্র), বাজে তাঁর মোহন বাঁশি। তাঁর অঙ্গের লাবণ্যে আলোময় হয়ে ওঠে ধরণী। তাঁর হাসিতে ঝরে পড়ে ফুলের পরাগ রেণু। রুমুঝুম রঙ্গে তাঁর রাঙা দুই পায়ে বাজে জীবন-মরণের মধুর নূপুর। রাতের মন্দিরে বসে, এই নাচে দেখে মুগ্ধ তারকা-শশী। নাচের ছন্দে আরতির প্রদীপশিখা যেন চিরন্তন রূপে প্রজ্জ্বলিত হয়ে আলো ছড়ায়।
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪২) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৬ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ১৯৭০। গান ৭৮৩]
- রেকর্ড:
- রেকর্ড কোম্পানির সাথে নজরুলে চুক্তি [১২ ডিসেম্বর ১৯৩৫ (বৃহস্পতিবার ২৬ অগ্রহায়ণ ১৩৪২)]
- টুইন। মার্চ ১৯৩৬ (ফাল্গুন-চৈত্র ১৩৪২) এফটি ৪২৯১। শিল্পী: ইন্দুসেন ও রেণুবালা। [শ্রবণ নমুনা]
- স্বরলিপি ও স্বরলিপিকার: নিখিলরঞ্জন নাথ [নজরুল সঙ্গীত স্বরলিপি, তেইশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। কার্তিক ১৪০৯ নভেম্বর ২০০২ খ্রিষ্টাব্দ] প্রথম গান। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দুধর্ম, বৈষ্ণব। রাসোৎসব।
- সুরাঙ্গ: ভজন
- তাল: কাহারবা
- গ্রহস্বর: সা