ওগো পিয়া তব অকরুণ ভালোবাসা (ogo piya tobo okorun bhalobasha)
ওগো পিয়া তব অকরুণ ভালোবাসা।
অন্তরে দিল বিপুল বিরহ, কবিতায় দিল ভাষা॥
মোর গানে দিল সুর
করুণ ব্যথা বিধুর,
বাণীতে দিল সুদূর স্বর্গের পিপাসা॥
তুমি ভালো করিয়াছ ভালোবাস নাই মোরে,
রাখ নাই ধ'রে আমারে তোমার ক'রে।
মম বিরহের বেদনাতে
তাই ত্রিভুবন কাঁদে সাথে,
ভুলেছি সবারে চেয়ে তোমারে পাবার আশা॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৫ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪২) মাসে, এইচএমভি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৬ বৎসর ৫ মাস।
- গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২ খ্রিষ্টাব্দ। ১৩২৩ সংখ্যক গান। তাল: দাদরা। পৃষ্ঠা: ৪০১।
- নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ৭১। for Gopal Sen (HMV) । পৃষ্ঠা: ৯৮।]
- রেকর্ড: এইচএমভি [নভেম্বর ১৯৩৫ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪২)। এন ৭৪৩৩। শিল্পী: গোপাল সেন
- স্বরলিপি ও স্বরলিপিকার:
- আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, বিয়াল্লিশতম খণ্ড, আষাঢ় ১৪২৫] গান সংখ্যা ৮। পৃষ্ঠা: ৪২-৪৫ [নমুনা]
- আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, বিয়াল্লিশতম খণ্ড, আষাঢ় ১৪২৫] গান সংখ্যা ৮। পৃষ্ঠা: ৪২-৪৫ [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: প্রেম
- সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
- তাল: দাদরা
- গ্রহস্বর: স