ওগো ফুলের মতন ফুল্ল মুখে (ogo fuler moton fullo mukhe)

ওগো ফুলের মতন ফুল্ল মুখে দেখছি একি ভুল।
হাসির বদল দোলে সেথায় অশ্রুকণার দুল॥
            রোদের দাহে বালুচরে
            মরা নদী কেঁদে মরে
গাইতে এসে কাঁদছে ব'সে বাণ-বেঁধা বুলবুল॥
ভোর-গগনে পূর্ণ চাঁদের এমনি মলিন মুখ,
            ম্লান-মাধুরী মালার ফুলে
            এমনি নীরব কান্না দোলে,
করুণ তুমি বিসর্জনের দেবীর সমতুল॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৪ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪১) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ১ মাস।
  • গ্রন্থ: গানের মালা। প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। গানের মালা-৬৬। আশাবরী-দাদরা।
     
  • রেকর্ড: টুইন [আগস্ট ১৯৩৪ খ্রিষ্টাব্দ (শ্রাবণ-ভাদ্র ১৩৪১)। এফটি ৩৪৩৭। শিল্পী: সুধীরা দাশগুপ্তা]
     
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ। [নজরুল-সঙ্গীত স্বরলিপি, দ্বাদশ খণ্ড। প্রথম সংস্করণ।
    নজরুল ইন্সটিটিউট আশ্বিন ১৪০৪/অক্টোবর ১৯৯৩। অষ্টম গান] [নমুনা]

     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।