ওগো বৈশাখী ঝড়! ল'য়ে যাও অবেলায় ঝরা এ মুকুল (ogo boisakhi jhor! loye jao obelay)

ওগো বৈশাখী ঝড়! ল'য়ে যাও অবেলায় ঝরা এ মুকুল।
ল'য়ে যাও বিফল এ জীবন  এই পায়ে দলা ফুল॥
            ওগো নদীজল লহো আমারে
            বিরহের সেই মহা-পাথারে,
চাঁদের পানে চাহে যে পারাবারে 
 অনন্তকাল কাঁদে বিরহ-ব্যাকুল॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪০ খ্রিষ্টাব্দের ৩ ফেব্রুয়ারি (২০ মাঘ ১৩৪৬) তারিখে, বেতারে কাবেরী তীরে" নামক একটি গীতিনাট্য প্রচারিত হয়। এই গীতিনাট্যে প্রথম এই গানটি ব্যবহার করা হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ৮ মাস।

  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২০৪। 
  • পত্রিকা: বেতার জগৎ [১৬ ফেব্রুয়ারি ১৯৪০ (শুক্রবার, ৩ ফাল্গুন ১৩৪৬)] কাবেরী তীরে  [কাবেরী তীরে-এর গানের নমুনা]
     
  • বেতার:
    • কাবেরী তীরে (গীতি-নাট্য)।
      • প্রথম প্রচার। কলকাতা বেতার কেন্দ্র। [শনিবার ৩ ফেব্রুয়ারি ১৯৪০ (২০ মাঘ ১৩৪৬)।  চরিত্র- মেঘমালা। শিল্পী- শৈল দেবী।
        • সূত্র: বেতার জগৎ। ১১শ বর্ষ ৩য় সংখ্যা।  পৃষ্ঠা: ১৩৭
      • দ্বিতীয় প্রচার: কলকাতা বেতার কেন্দ্র। ৮ নভেম্বর ১৯৪১ খ্রিষ্টাব্দ (শনিবার ২২ কার্তিক ১৩৪৮)।
        •  সূত্র: বেতার জগৎ পত্রিকার ১২শ বর্ষ ২১শ সংখ্যার [পৃষ্ঠা: ১২৮০]
  • চলচ্চিত্র:
    • চৌরঙ্গী [১২ সেপ্টেম্বর ১৯৪২ (শনিবার, ২৬ ভাদ্র ১৩৪৯)। রূপবাণী প্রেক্ষাগৃহ। চরিত্র: ভিখারিণী। শিল্পী প্রমিলা ত্রিবেদী]
       
  • রেকর্ড: মেগাফোন [সেপ্টেম্বর ১৯৪২, ভাদ্র-আশ্বিন ১৩৪৯। জেএনজি ৫৬৩৮। শিল্পী: সুপ্রভা সরকার]
     
  • সঙ্গীতবিষয়ক তথ্যাবলী

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।