ওগো ভুলে ভুলে যেন ভুলে ভুলে
ওগো ভুলে ভুলে যেন ভুলে ভুলে
তার কালো দুটি আঁখিতারা তুলে
চেয়েছিনু শুধু নিরদয় বঁধু
হায় সেদিন বিজন নদীকূলে॥
কি কথা যেন গো হায়
আমারে বুঝাতে চায়
মুখে নাই কথা, শুধু নীরবতায়
ওগো করেছে আমারে সবই ভুলে॥
কয়েছে মলয়, কয়েছে পাপিয়া
ওগো নব-কিশলয় কয়েছে কাঁপিয়া
যে কথা লুকানো ছিল তার মনে
অলি কহে ফুলে ফুলে দুলে দুলে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় নি।
- গ্রন্থ: নজরুল রচনাবলী জন্মশতবার্ষিকী সপ্তম খণ্ড [১১ জ্যৈষ্ঠ ১৪১৫, ২৫ মে ২০০৮। সন্ধ্যামালতী, গান ৪৫। পৃষ্ঠা: ১৪৮]