জলথল টলমল হিলে আসমান বীরদল (jolothol tolomol hile asman birdol)

জলথল টলমল হিলে আসমান বীরদল চলে ময়দান॥
হাথপর হাথিয়ার লে কে চলে
ওতন্ কে নিয়ে জান দে কে চলে,
আগর্ এক টলে, লাখ্ লাখ্ নিকলে –
লিয়ে মওত্ কে দাওত্ কে দাওত্ চলে শহীদান॥
চলে তকসুফ্ কে রাহ্ পর্
কোহ্ সাহ্রা পার হো কর্,
চলে বগয়র দোস্ত সাথী –
চলে জঙ্গ কে সিপাহিয়াঁ বেখওফ্ বে-ডর্।
ছোড়ি ঘর কি কবর সব বাহর চলে
রণ-ঝনন রণন্ রণ-ডঙ্কা বোলে,
সব আরাম কি বাগ পে আগ জ্বলে –
সাথ নিশান-বর্দার ঝড় ও তুফান॥

  • ক. রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৫২ খ্রিষ্টাব্দের প্রথম থেকে নজরুল পুরোপুরি নির্বাক ও স্থবির হয়ে গিয়েছিলেন। এই সময় নজরুলের বয়স ছিল ৫২ বৎসর।
        [ নজরুলের ৫২ বৎসর অতিক্রান্ত বয়সের গানের তালিকা]

     
    • খ. প্রকাশ ও গ্রন্থভুক্তি:
      • গ্রন্থ:
        • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৪২৫ পৃষ্ঠা: ৭৭৮ ]

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।