ওর নিশীথ-সমাধি ভাঙিও না (or nishith-somadhi bhangio na)

রাগ: দরবারী কানাড়া, তাল: ত্রিতাল

ওর নিশীথ-সমাধি ভাঙিও না।
মরা ফুলের সাথে ঝরিল যে ধূলি-পথে 

            সে আর জাগিবে না, তারে ডাকিও না॥
            তাপসিনী-সম তোমারি ধ্যানে
            সে চেয়েছিল তব পথের পানে,
জীবনে যাহার মুছিলে না আঁখি তাহার পাশে কাঁদিও না॥
মরণের কোলে সে গভীর শান্তিতে পড়েছে ঘুমায়ে,
তোমারি তরে গাঁথা শুকানো মালিকা বক্ষে জড়ায়ে
যে মরিয়া জুড়ায়েছে, ঘুমাইতে দাও তারে জাগিও না॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪৩ খ্রিষ্টাব্দে মেগাফোন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রকাশিত হয়েছিল। তবে কোন মাসে রেকর্ড হয়েছিল, তার সুনির্দিষ্টভাবে জানা যায় না।১৯৪৩ খ্রিষ্টাব্দে  নজরুলের বয়স ছিল ৪৩-৪৪ বৎসর।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১২০৬। পৃষ্ঠা: ৩৬৭]
  • রেকর্ড: মেগাফোন [১৯৪৩। জেএনজি ৫৭০৬]। শিল্পী: ধীরেন্দ্রচন্দ্র মিত্র। রাগ: দরবারী কানাড়া
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)।  ২৩তম গান। [নমুনা]
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।