ওরে আমার সোনা, পীর পুকুরের পোনা। (ore amar sona)

ওরে আমার সোনা,
পীর পুকুরের পোনা।
ওরে আমার বাবা,
তাল পুকুরের গাবা।
ছড়া :
আয় রে আয় টিয়ে,
দেখবি মজা গিয়ে।
শালিক বাবুর বিয়ে,
টোপর মাথায় দিয়ে।
পালকি চড়ে গিয়ে,
বৌ আসবে নিয়ে।

  • রচনাকাল: : ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। 'বাবলুর মা [স্বামীর অভিশাপ]। পালা গান। প্রথম দৃশ্য। দ্বিতীয় গান। বাবলুর মার গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ২২৬।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭<৮৬]
       
  • বিষয়াঙ্গ: লোককাহিনি অবলম্বনে রচিত 'বাবলুর মা [স্বামীর অভিশাপ] পালার দ্বিতীয় গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।