ওরে আয় অশুচি আয়রে পতিত (ore ay oshuchi ayre potito)
ওরে আয় অশুচি আয়রে পতিত এবার মায়ের পূজা হবে।
যেথা সকল জাতির সকল মানুষ নির্ভয়ে মা'র চরণ ছোবে।
(সেথা) এবার মায়ের পূজা হবে॥
সেথা নাই মন্দির নাই পূজারি নাই শাস্ত্র নাইরে দ্বারী,
সেথা মা বলে যে ডাকবে এসে মা তাহারেই কোলে লবে॥
মা সিংহ-আসন হ'তে নেমে বসেছে দেখ ধূলির তলে
মার মঙ্গল ঘট পূর্ণ হবে সবার ছোঁওয়া তীর্থ জলে।
মোরা জননীকে দেখিনি, তাই ভাইকে আঘাত হেনেছে ভাই,
আজ মাকে দেখে বুঝবি মোরা এক মা'র সন্তান সবে।
এবার ত্রিলোক জুড়ে পড়বে সাড়া মাতৃ মন্ত্র মাভৈঃ রবে॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর মাসে (ভাদ্র-আশ্বিন ১৩৪৪) এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৩ মাস।
- রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৭ (ভাদ্র-আশ্বিন ১৩৪৪)। এন ৯৯৪৬। শিল্পী: বাংলার ছেলেমেয়ে। সুর কমল দাশগুপ্ত] [শ্রবণ নমুনা]
- বেতার : মা এল রে [গীতিনকশা]। রচয়িতা: হিমাংশু দত্তা। কলকাতা বেতারকেন্দ্র-ক। চতুর্থ অধিবেশন। ২৮ সেপ্টেম্বর ১৯৪০ [শনিবার, ১২ আশ্বিন ১৩৪৭] সান্ধ্য অনুষ্ঠান। সময়: ৮-৮.৩৯
[সূত্র:
- বেতার জগৎ। ১১শ বর্ষ, ১৮শ সংখ্যা। ১৬ সেপ্টেম্বর ১৯৪০। পৃষ্ঠা: ১০০২
- [The Indian-listener 1940, Vol V, No 18. page 1429]
- স্বরলিপি ও স্বরলিপিকার: ইদ্রিস আলী [নজরুল সঙ্গীত স্বরলিপি, দ্বাবিংশ খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা ভাদ্র, ১৪০৭/ সেপ্টেম্বর, ২০০০ খ্রিষ্টাব্দ] দশম গান। [নমুনা]
- পর্যায়:
- বিষয়াঙ্গ: ভক্তি (হিন্দুধর্ম,শাক্ত, আগমনী)
- সুরাঙ্গ: স্বকীয়
- তাল: দাদরা
- গ্রহস্বর: সা