ওরে ও মদিনা বলতে পারিস (ore o modina bolte paris)

             ওরে ও মদিনা বলতে পারিস কোন্ সে পথে তোর
         খেল্‌ত ধুলা মাটি নিয়ে মা ফাতেমা মোর॥
         হাসান হোসেন খেল্‌ত কোথায় কোন্ সে খেজুর-বনে
         পাথর-কুচি কাঁকর লয়ে দুম্বা শিশুর সনে;
         সেই মুখকে চাঁদ ভেবে রে উড়িত চকোর॥
         মা আয়েশা মোর নবীজীর পা ধোয়াতেন যথা,
         দেখিয়ে দে সেই বেহেশ্‌ত্ আমায় রাখ রে আমার কথা;
তোর   প্রথম কোথায় আজান ধ্বনি ভাঙ্‌লো ঘুমের ঘোর॥
         কোন্‌ পাহাড়ের ঝর্না-তীরে মেঘ চরাতেন নবী,
কোন   পথ দিয়ে রে যেতেন হেরায় আমার আল-আরবি'
  তুই   কাঁদিস কোথায় বুকে ধরে সেই নবীজীর গোর॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন-১৩৪৫) মাসে, টুইন রেকর্ড কোম্পানি এই গানটির একটি রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ৩ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, ৬৭৮ সংখ্যক গান (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৭। ফেব্রুয়ারি ২০১১)। গান ৫৫০। পৃষ্ঠা: ১৬৮।
     
  • রেকর্ড: টুইন। সেপ্টেম্বর ১৯৩৮ (ভাদ্র-আশ্বিন ১৩৪৫)। এফটি ১২৫৩৫। শিল্পী: মনু মিঞা (কে মল্লিক)। সুর: কাজী নজরুল ইসলাম [শ্রবণ নমুনা]

    উল্লেখ্য এর জুড়ি গান ছিল-  দূর আরবের স্বপন দেখি
     
  • স্বরলিপিকার:
    • সুধীন দাশ [নজরুল-সঙ্গীত স্বরলিপি, চৌত্রিশতম খণ্ড, (একুশে বই মেলা। ফাল্গুন ১৪১৮/ফেব্রুয়ারি ২০১২)]। ৪ সংখ্যক গান। পৃষ্ঠা: ১১-১৪]। ১৯৩৮ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন-১৩৪৫) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের সুরানুসারে কৃত স্বরলিপি। [নমুনা]
       
  • সুরকার: নজরুল ইসলাম
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলাম)।
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: সা।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।