ওরে ও-স্রোতের ফুল (ore o sroter ful)

ওরে ও-স্রোতের ফুল!
ভেসে ভেসে হায় এলি অসহায় কোথায় পথ-বেভুল

        কোল্‌ খালি ক'রে কোন্ লতিকার
        নিভাইয়া নয়নের জ্যোতি কা'র,
বনের কুকুম অকূল পাথারে খুঁজিয়া ফিরিস্ কূল॥
ভবনের স্নেহ নারিল রাখিতে ঠেলে ফেলে দিল যা'রে,
সারা ভুবনের স্নেহ কি কখনো তাহারে ধরিতে পারে।
        জল নয়, তোর জননী যে ভুঁই
        অভিমানী! সেথা চল্ ফিরে তুই,
ধূলিতেও যদি ঝরিস্ সেথায় স্বর্গ সেই অতুল॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন মাসে (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) গানটি গানের মালা প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ:
    • গানের মালা
      • প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। ৫৭। যোগিয়া-একতালা।
      • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংকলন ষষ্ঠ খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। গানের মালা। ৫৭। যোগিয়া-একতালা পৃষ্ঠা ২২৬।]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। ১৩২৭ সংখ্যক গান। রাগ: যোগিয়া, তাল: একতাল। পৃষ্ঠা: ৪০২-৪০৩।
    • নজরুলের হারানো গানের খাতা [নজরুল ইনস্টিটিউট, ঢাকা। আষাঢ় ১৪০৪/জুন ১৯৯৭। গান সংখ্যা ৪৬। মডার্ণ। পৃষ্ঠা: ৭২।]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।