ওরে কে বলে আরবে নদী নাই (ore ke bole arobe nodi nai)

            ওরে    কে বলে আরবে নদী নাই
             যথা     রহ্‌মতের ঢল বহে অবিরল  
             দেখি    প্রেম-দরিয়ার পানি, যেদিকে চাই॥
             যাঁর     ক্বাবা ঘরের পাশে আব্‌-এ-জম্‌জম্‌
             যথা     আল্লা-নামের বাদল ঝরে হরদম,
                                          যথা ঝরে হরদম ─
             যার     জোয়ার এসে দুনিয়ার দেশে দেশে
            (ওরে)   পুণ্যের গুলিস্তান রচিল দেখিতে পাই॥
             যার     ফোরাতের পানি আজো ধরার 'পরে
                             নিখিল  নর-নারীর চোখে ঝরে
            (ওরে)   শুকায় না যে নদী দুনিয়ায়,
             যার     শক্তির বন্যার তরঙ্গ-বেগে
             যত     বিষণ্ন-প্রাণ ওরে আনন্দে উঠল জেগে
             যাঁর     প্রেম-নদীতে, যাঁর পুণ্য-তরীতে
                                               মোরা ত'রে যাই॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৮ খ্রিষ্টাব্দের এপ্রিল মাসে (চৈত্র ১৩৪৪- বৈশাখ ১৩৪৫) টুইন রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩৮ বৎসর ১০ মাস।
     
  • রেকর্ড: টুইন। এপ্রিল ১৯৩৮ (চৈত্র ১৩৪৪- বৈশাখ ১৩৪৫) এফটি ১২৩৫৫। শিল্পী: আব্বাস উদ্দীন। সুর: গিরীন চক্রবর্তী।[শ্রবন নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশনজরুল-সঙ্গীত স্বরলিপি তৃতীয় খণ্ড (নজরুল ইন্সটিটিউট)। পৃষ্ঠা ৪৫-৪৮] [নমুনা]
  • সুরকার: গিরীন চক্রবর্তী
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামি গান)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: দ্রুত দাদরা
    • গ্রহস্বর: গা।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।