ওরে গো-রাখা রাখাল তুই কোথা হতে এলি রে (ore go-rakha rakhal tui kotha hote eli re)

                     তাল: দ্রুত-দাদ্‌রা
        
রে গো-রাখা রাখাল তুই কোথা হতে এলি রে
          আষাঢ় মাসের মেঘের বরণ কেমন ক'রে পেলি রে॥
          কে দিয়েছে আল্‌তা মেখে পা'
,
          চল্‌তে গেলে নূপুর বেজে' 
যায় রেনূপুর বেজে' যায়।

তোর    আদুল গায়ে বাঁধা কেন গাঁদা রঙের চেলি রে॥
তোর    ঢল্‌ঢলে দুই চোখে যেন নীল শালুকের কুঁড়ি রে
তোরে   দেখে কেন হাসে যত গোপ-কিশোরী রে।
তোর    গলার মালার গন্ধে আমার মন
         
 গুন্‌গুনিয়ে বেড়ায় রে মৌমাছি যেমন রে;
তুই      ঘর-সংসার ভুলালি কোন মায়াতে ফেলি' 
রে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৪১ খ্রিষ্টাব্দের ডিসেম্বর মাসে (অগ্রহায়ণ -পৌষ ১৩৪৮) হিন্দুস্থান রেকর্ড  কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করে। এই সময় নজরুলের বয়স ছিল ৪২ বৎসর ৬ মাস।
     
  • রেকর্ড: হিন্দুস্থান। ডিসেম্বর ১৯৪১ (অগ্রহায়ণ -পৌষ ১৩৪৮)। এইচ ৯৭১। শিল্পী: কালীপদ সেন। সুর: নিতাই ঘটক।[শ্রবন নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশনজরুল সঙ্গীত স্বরলিপি (নবম খণ্ড)। প্রথম প্রকাশ, তৃতীয় মুদ্রণ [কবি নজরুল ইন্সটিটিউট। ২ পৌষ, ১৩৯৯ বঙ্গাব্দ/ ১৬ ডিসেম্বর, ১৯৯২ খ্রিষ্টাব্দ। তৃতীয় গান] [নমুনা]
  • সুরকার: নিতাই ঘটক।
     
  • পর্যায়:
  • বিষয়াঙ্গ: প্রেম ও প্রকৃতি

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।