ওরে নিপীড়িত, ওরে ভয়ে ভীত (ore nipirito, ore bhoye bhito)
কোরাস: ওরে নিপীড়িত, ওরে ভয়ে ভীত, শিখে যা আয়রে আয়।!
দুঃখ জয়ের নবীন মন্ত্র- 'সমবায়! সমবায়!'
ক্ষুধার জ্বালায় মরেছি সুধার কলস থাকিতে ঘরে!
দারিদ্র্য ঋণ, অভাবে জ্বলেছি না চিনে পরস্পরে।
মিলিত হইনি, তাই আমাদের দুর্গতি ঘরে ঘরে,
সেই দুর্গতি-দুর্গ ভাঙিব সমবেত পদঘায়॥
কোরাস: ওরে নিপীড়িত, ওরে ভয়ে ভীত,শিখে যা আয়রে আয়।!
দুঃখ জয়ের নবীন মন্ত্র- 'সমবায়! সমবায়!'
মিলি পরমাণু পর্বত হয় সিন্ধু বিন্দু মিলে।
মানুষ শুধুই মিলিবে না কিরে মিলনের এ নিখিলে?
জগতে ছড়ানো বিপুল শক্তি কুড়াইয়া তিলে তিলে
আমরা গড়িব নতুন পৃথিবী সমবেত মহিমায়॥
কোরাস: ওরে নিপীড়িত, ওরে ভয়ে ভীত,শিখে যা আয়রে আয়।!
দুঃখ জয়ের নবীন মন্ত্র- 'সমবায়! সমবায়!'
দুর্ভিক্ষের, শোষণের আর পেষণের জাঁতাকলে
এক হই নাই বলিয়া আমরা মরিয়াছি পলে পলে
সকল দেশের সকল মানুষ আজি সহস্র দলে
মিলিয়াছি আসি। রবে না জগতে প্রবলের অন্যায়॥
কোরাস: ওরে নিপীড়িত, ওরে ভয়ে ভীত,শিখে যা আয়রে আয়।!
দুঃখ জয়ের নবীন মন্ত্র- 'সমবায়! সমবায়!'
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
- গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৯২০। পৃষ্ঠা: ৮৯১]