ওরে নীল যমুনার জল! বল্ রে মোরে বল্ (ore nil jomunar jol! bol re more bol)

ওরে   নীল যমুনার জল! বল্ রে মোরে বল্
        কোথায় ঘনশ্যাম 
 আমার কৃষ্ণ ঘনশ্যাম।
আমি  বহু আশায় বুক বেঁধে যে এলাম 
 এলাম ব্রজধাম॥
তোর  কোন্ কূলে কোন্ বনের মাঝে
        আমার কানুর বেণু বাজে,
আমি  কোথায় গেলে শুনতে পাব 'রাধা রাধা' নাম॥
আমি  শুধাই ব্রজের ঘরে ঘরে 
 কৃষ্ণ কোথায় বল্;
কেন  কেউ কহে না কথা, হেরি সবার চোখে জল।
        বল্ রে আমার শ্যামল কোথায়
        কোন্ মথুরায় কোন্ দ্বারকায় 
 বল্ যমুনা বল।
বাজে  বৃন্দাবনের কোন্ পথে তাঁর নূপুর অভিরাম॥

  • ভাবসন্ধান: কৃষ্ণবিহীন ব্রজধামে কোনো এক কৃষ্ণ-অনুরাগী বুক বাঁধা আশা নিয়ে এসেছেন কৃষ্ণ দর্শনে। কিন্তু কোথাও কৃষ্ণকে দেখতে না পেয়ে তিনি সবাইকে জিজ্ঞাসা করে ফিরছেন-  'কোথায় ঘনশ্যাম-আমার কৃষ্ণ ঘনশ্যাম'?। ব্রজবাসী নিজেরাই কৃষ্ণ-বিরহে ছিলেন যন্ত্রণা-কাতর। তাই কারো কাছে এর সদুত্তর তিনি পান না। মূলত এর ভিতর দিয়ে উপস্থাপিত হয়েছে- কৃষ্ণবিহীন ব্রজবাসীর মনবেদনার অভিব্যক্তি।

    কৃষ্ণ-অনুরাগী কৃষ্ণের সন্ধান চেয়েছেন- নীল যমুনার জলের কাছে। অন্যান্যদের জানতে চেয়েছেন- ব্রজের কোন কুঞ্জে কৃষ্ণ বাঁশি বাজাচ্ছেন, কোথায় গেলে তিনি শুনতে পাবেন তাঁর কণ্ঠে 'রাধা রাধা নাম। এ প্রশ্নের উত্তরে ব্রজবাসী নিরুত্তর। কারণ তাঁরাও জানেন না কৃষ্ণের সন্ধান। ব্রধধাম ছেঢ়ে তিনি কি আছেন মধুরায় নাকি দ্বারকায়?, এর উত্তরও তাঁদের জানা নেই। তাঁরা জানেন না- বৃন্দাবনের কোন পথে তাঁর পায়ে বাজে পরমসুন্দর নূপুরের ধ্বনি।

     
  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের অক্টোবর (আশ্বিন-কার্তিক ১৩৪৩) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ, (নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২)। গান সংখ্যা ৫৩১।
     
  • রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৩৬ (আশ্বিন-কার্তিক ১৩৪৩)। এইচএমভি ৯৭৮৮।শিল্পী: যূথিকা রায়। সুর: কমল দাশগুপ্ত] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:  নীলিমা দাস। [নজরুল সঙ্গীত স্বরলিপি, বত্রিশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।   ফাল্গুন ১৪১৫। ফেব্রুয়ারি ২০০৯] চতুর্থ গান। রেকর্ডে  যূথিকা রায়ের গাওয়া গানের সুরানুসারে স্বরলিপি করা হয়েছে। [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত। সনাতন হিন্দু দুধর্ম। বৈষ্ণব। কৃষ্ণ। অন্বেষণ।
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।