ওরে মথুরা-বাসিনী, মোরে বল্ (ore mothura-basini, more bol)

ওরে মথুরা-বাসিনী, মোরে বল্।
কোথায় রাধার প্রাণ 
 ব্রজের শ্যামল॥
          আজও রাজ-সভা মাঝে
  (সে)   আসে কি রাখাল-সাজে?
আজিও তার বাঁশি শুনে যমুনার জল হয় কি উতল॥
পায়ে নূপুর কি পরে শিরে ময়ূর-পাখা,
আছে শ্রীমুখে কি অলকা তিলক আঁকা।
          রাধা রাধা ব'লে কি গো
          কাঁদে সেই মায়া-মৃগ?
নারায়ণ হয়েছে সে তোদের মথুরা এসে মোদের চপল॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩৯ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৬) মাসে টুইন রেকর্ড কোম্পানি এই গানের প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪০ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২]। গান সংখ্যা ১৩১৮।  পৃষ্ঠা: ৩৯৯
     
  • রেকর্ড: টুইন [জুন ১৯৩৯ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৪৬)]। এফটি ১২৮৪২। শিল্পী: গীতা বসু। সুর: নজরুল ইসলাম  [শ্রবণ নমুনা] 
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ  [নজরুল সঙ্গীত স্বরলিপি, চল্লিশতম খণ্ড, নজরুল ইন্সটিটিউট, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪২৩ বঙ্গাব্দ/ জুন, ২০১৬ খ্রিষ্টাব্দ] গান সংখ্যা ৭। পৃষ্ঠা: ৪৪-৪৬। [নমুনা]
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্মসঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, বৈষ্ণব]
    • সুরাঙ্গ: ভজন

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।