ওরে মানুষে মানুষে ভেদ নাই, সকল মানুষ ভাই ভাই। (ore manushe manushe bhed nai)
ওরে মানুষে মানুষে ভেদ নাই, সকল মানুষ ভাই ভাই।
বাবা আদম আর মা হাওয়া হতে, সৃজন যে সবাই॥
আল্লাহ এক, তিনি মহাজ্যোতির্ময়,
সৃজন করেছেন যে, তিনি সমুদয়,
ফেরেশ্তা, জীন ও মানব, পশুপাখি কীটাদি যা দেখিতে পাই॥
নীচে ধরণী উপরে সপ্তাকাশ,
এর মধ্যে যারা করে বসবাস,
সবার খাবার, সকলের বাস, আছে তার কাছে ভাই॥
করি স্মরণ সে খোদার নাম,
ভনে কাজী নজরুল এসলাম,
সালাম, সালাম হাজার সালাম, সেই সে বিশ্বপ্রভুর পায়॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। ঐতিহাসিক পালা। 'যুবরাজ দারা শিকোহ'। প্রথম দৃশ্য। তৃতীয় গান। ফকিরের গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৩৭১।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৮৫৯]
- বিষয়াঙ্গ: 'যুবরাজ দারা শিকোহ' পালার তৃতীয় গান। ভণিতা 'নজরুল এসলাম'।