ওরে যোগ-সাধনা পরে হবে (ore jog-sadhona pore hobe)

ওরে   যোগ-সাধনা পরে হবে নাম জপ্ তুই আগে।
         সকল কাজে সকাল সাঁঝে গভীর অনুরাগে॥
         ওরে   যে ঠাকুরে পরান যাচে
         সে     নামের মাঝে লুকিয়ে আছে,
যেমন   বীজের মাঝে মহাতরু সঙ্গোপনে জাগে॥
         বীজ না বুনে আগে ভাগেই ফসল খুঁজিস্ তুই,
         তাই চিরকাল পোড়ো জমি রইল মনের ভুঁই।
 তোর   কোন্‌ পথ নাম জপের শেষে
          দেখিয়ে দেবেন তিনিই এসে,
 তোর   জীবন হবে প্রেমে রঙিন রঙ যদি রে লাগে।
          তাঁর মধুর নামের রঙ যদি রে লাগে॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দে এইচএমভি একটি গানের রেকর্ড করেছিল। কিন্তু শেষ পর্যন্ত রেকর্ডটি পরে প্রকাশিত হয় নি। গানটি ১৯৩৯ খ্রিষ্টাব্দের কোন মাসে রেকর্ড করা হয়েছিল, তা জানা যায় না।
  • গ্রন্থ:নজরুল-সঙ্গীত সংগ্রহ। নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৭, ফেব্রুয়ারি ২০১১। গান: ১৩১৯। পৃষ্ঠা: ৩৩৯।
  • রেকর্ড: এইচএমভি [১৯৩৯ খ্রিষ্টাব্দ (১৯৪২-১৯৪৩ বঙ্গাব্দ)। শিল্পী: নিতাই ঘটক ও চামেলী দেবী। রেকর্ডটি পরে বাতিল হয়ে যায়]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।