(ওরে) শোন্‌ ঝুমরো, শোন্‌ (ore shon jhumro shon)

গীতিনাট্য : ‘শাল-পিয়ালের বনে’
(ওরে) শোন্‌ ঝুমরো, শোন্‌, তোর কাঁদবে যে মা-বোন।
ভাই-বোনের চেয়ে বন কিরে তোর এতই আপন জন॥
কুহু উহু উহু ব’লে দেখ্‌ উড়ে গেল চ’লে
কুনুর নদীর দুই কূল উঠল ভ’রে জলে,
তোর ক’নে বৌ কাঁদবে যে ভাই নিয়ে ঘরের কোণ॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। সম্ভবত কবি এটি রচনা করেছিলেন ১৯৪১-৪২ খ্রিষ্টাব্দের ভিতরে।
     
  • গ্রন্থ:
    • শাল-পিয়ালের বনে [গীতিনাট্য]। মেয়েটির গান। নজরুল-রচনাবলী জন্মশতবর্ষ সংস্করণ।  সপ্তম খণ্ড। বাংলা একাডেমী নভেম্বর ২০১২। পৃষ্ঠা: ২১৩
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২২২২। গীতিনাট্য : ‘শাল-পিয়ালের বনে’ পৃষ্ঠা: ৬৬৩]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।