(ওরে) হতভাগী রক্ত-খাগী, কোথায় ছিলি বল্ (ore hotobhagi rokto-khagi)

(ওরে)    হতভাগী রক্ত-খাগী, কোথায় ছিলি বল্!
(তোর)   দেখে ছিরি ভয়ে মরি চোখে আসে জল॥
                 বেণী খুলে এলোকেশে
                 বেড়াস এ কোন্‌ পাগল-বেশে,
            চাঁদকে ফেলে নীল আকাশে আন্‌লি কোন্‌ অনল॥
            (কপালে জ্বাললি কোন্‌ অনল)
(ঐ)       সদ্য ফোঁটা পদ্মফুলে কে মাখাল কালি?
            মা আমারি কপাল মন্দ কারে দিব গালি।
                  রাজ-দুলালি আদর পেয়ে
                  সাজ্‌লি ছি ছি নাগর মেয়ে,
(তোর)    চিন্‌তে পারি, গৌরী দেখে রাঙা পদতল॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৩২০। পৃষ্ঠা: ৪০০]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।