ওরে হুলো রে তুই রাত বিরেতে ঢুকিস্‌নে হেঁসেল্‌ (ore hulo re tui raat birete )


ওরে হুলো রে তুই রাত বিরেতে ঢুকিস্‌নে হেঁসেল্‌।
তুই কবে বেঘোরে প্রাণ হারাবি বুঝিস্‌নে রাস্কেল॥
আমি স্বীকার করি শিকারি তুই তোর গোঁফ দেখেই চিনি,
গাছে কাঁঠাল ঝুলতে দেখে দিস্‌ গোঁফে তুই তেল॥
ওরে ছোঁচা ওরে ওঁছা বাড়ি বাড়ি তুই হাঁড়ি খাস,
নাদ্‌নার বাড়ি খেয়ে কোন্‌দিন ধরে প্রাণে বা মারা যাস্‌,
কেঁদে মিয়াঁও ব'লে বিবি বেরালি করবে রে হার্টফেল॥
তানপুরারই সুরে যখন তখন গলা সাধিস্‌,
শুনে ভুলো তোরে তেড়ে আসে, ন্যাজ তুলে ছুটিস্‌,
তোরে বস্তা পু'রে কবে কে চালান দিবে ধাপা-মেল॥
বৌঝি যখন মাছ কোটে রে, তুমি খোঁজ দাঁও,
বিড়াল-তপস্বী আড়নয়নে থালার পানে চাও,
তুই উত্তম মধ্যম খা'স এত তবু হ'ল না আক্কেল॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের নভেম্বর (কার্তিক-অগ্রহায়ণ ১৩৩৯) মাসে, টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর৫ মাস।
     
  • গ্রন্থ:
    • গীতি-শতদল
      • প্রথম সংস্করণ [বৈশাখ ১৩৪১। এপ্রিল ১৯৩৪। পিলু-সাহানা-কার্ফা]
      • নজরুল রচনাবলী, পঞ্চম খণ্ড [বাংলা একাডেমী। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গীতি-শতদল। গান সংখ্যা ৯১। পিলু-সাহানা-কার্ফা। পৃষ্ঠা ৩৩৭]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৪৮৭। রাগ: পিলু-সাহানা, তাল: কাহার্‌বা। পৃষ্ঠা: ৭২৬]
  • রেকর্ড: টুইন [ নভেম্বর ১৯৩২ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৩৯)। এফটি ২২৯০। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায়]
  • রেকর্ড: টুইন [ নভেম্বর ১৯৩২ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৩৯)। এফটি ২২৯০। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায়]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: আহসান মুর্শেদ  [নজরুল সঙ্গীত স্বরলিপি, একচল্লিশতম খণ্ড, অগ্রহায়ণ ১৪২৪] গান সংখ্যা ৫। পৃষ্ঠা: ৩২-৩৪  [নমুনা]
     
  • পর্যায়:

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।