ওলো ননদিনী বল্ কপট নিপট কালা (olo nonodini bol kopot nipot kala)

          ওলো ননদিনী বল্
          কপট নিপট কালা, নিঠুর খল্॥
          তার নাই ভয় নাই লজ্জা শরম
          লইয়া যুবতীর ধরম গো
          খেলে সে নিঠুর খেলা, চতুর চপল্॥
          না শুনে লো তোদের গালি
          মাখলাম কুলে কালার কালি গো
          সে মুখে সরল বনমালী, অন্তরে গরল্॥
          তার শত জনে মন বাঁধা, রাতে চন্দ্রা দিনে রাধা
(তারে)  কঠিন কথা শুনাইব চল্‌লো গোঠে চল্॥
          কৃষ্ণ ব’লে অবিরত দে লো গালি পারিস যত
          ননদী কয় বুঝেছি বউ (কৃষ্ণ) নাম শোনারই ছল
          ও বউ কৃষ্ণ নাম তোর ভাল লাগে
          তাই কৃষ্ণ (ও তোর) নাম শোনারই ছল॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের মার্চ (ফাল্গুন-চৈত্র ১৩৪৫) মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৯ বৎসর ১০ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি । মার্চ ১৯৩৯ (ফাল্গুন-চৈত্র ১৩৪৫)। এন ১৭২৬২। শিল্পী: কে মল্লিক [শ্রবণ নমুনা]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: আহসান মুর্শেদ।  নজরুল সঙ্গীত স্বরলিপি (ঊনবিংশ খণ্ড)। নবম গান]  [নমুনা]
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ভক্তি [হিন্দুধর্ম, বৈষ্ণব্]
    • সুরাঙ্গ: ঝুমুর
      • তাল: দ্রুত দাদরা
      • গ্রহস্বর: ধ্

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।