ওস্তাদজী, ভালোলোকের ছেলে, কি বলে গেলে। (oshtadji, bhalo loker chhele)
ওস্তাদজী, ভালোলোকের ছেলে, কি বলে গেলে।
হদের ভাঁড়ে, গোমূত্র তুমি, কেন ছিটাইলে॥
ঢোঁড়া সাপের হয়ে ছানা,
কুলো পানা ধর ফণা,
ঢেলা ফেলিয়ে দেখ না, লাফিয়ে পড়িবে জলে॥
এই যে কয়টা সাপের ছানা,
এরা ধূলো পড়া মানবে না,
বিনয় করি, সাপ ধরো না, বলি সভাস্থলে॥
- রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
- গ্রন্থ:
- দুখুমিয়ার লেটো গান। উতোর গান। ২য় গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ৪১৪-৪১৫।
- নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৯৩৩]
- বিষয়াঙ্গ: উতোর গান। ভণিতা নাই।