ওহে ওস্তাদ বলে যাবে, দাঁত দুটো কৃষ্ণ কেন নিলে (ohe oshtad bole jabe, dat duto krishno keno nile)

ওহে ওস্তাদ বলে যাবে, দাঁত দুটো কৃষ্ণ কেন নিলে
এবার কংস কি করবে, এই আসরে যাবে বলে॥
            কংস বধ হবে কিসে,
            বলে যাবে তাহার দিশে,
কেমন করে, কে তাহারে, বধ করবে যাবে বলে॥
            নজরুল এসলামে ভনে,
            এ আসরে লেটোর গানে,
সালাম জানাই সসম্মানে, সকল জনের চরণ মূলে॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। কংস-বধ। চতুর্থ দৃশ্য। তৃতীয় দৃ্শ্যান্তর। শেষ গান। গোদাকবির গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৩৯।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৬৮১]
  • বিষয়াঙ্গ: হিন্দু পৌরাণিক লোক 'কৃষ্ণযাত্রা' অবলম্বনে রচিত 'কংস বধ' পালার চাপান সং'-এর অষ্টম গান। ভণিতা 'নজরুল এসলাম'।

 

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।