ওহে ছড়াদার, ওহে দ্যাট পাল্লাদার মস্তবড় ম্যাড (ohe chhoradar, ohe daat palladar mostoboro mad)

ওহে ছড়াদার, ওহে দ্যাট পাল্লাদার মস্তবড় ম্যাড।
চেহারাটাও মান্‌কি লাইক দেখতে ভেরি ক্যাড॥
মানকি লড়বে 'বাবরকা' সাথ্‌
ইয়ে বড় তাজ্জব বাত্,
জানে না ও, ছোট হলেও হমভি লায়ন-ল্যাড॥
শুন ও-ভাই ব্রাদার দোহারগণ
মচ্ছর ছানারা সব করিয়াছে পণ,
গান গাহিবে আসর মাঝে খবর বড় স্যাড॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • 'কবির বাল্য রচনা'। বিশ্বনাথ দে। ['শতকথায় নজরুল' সম্পাদনায় কল্যাণী কাজী। সাহিত্যম। কলিকাতা। মহালয়া ১৪০৫। শিরোনাম: লেট-দলের চাপান গান। পৃষ্ঠা: ৪৯
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। গান সংখ্যা ২৫২০]
  • বিষয়াঙ্গ: মিশ্র ভাষারীতির, হাসিরগান। কোন্ লেটোগানের অংশ, তা জানা যায় না। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।