ওহে রসিক রসাল কদলী (ohe rosik rosalo kodoli)
কৌতুক নাটিকা : 'পণ্ডিত মশায়ের ব্যাঘ্র শিকার'
ওহে রসিক রসাল কদলী।
ভাবুকের তুমি ভাবের আধার পেটুকের প্রাণ-পুতলী॥
আহা, তুমি যুগে যুগে বর্তমান
বৃন্দাবনে মোহন বাঁশি বাঙলায় মর্তমান।
বহুরূপী তুমি বহুনামধারী চম্প বীচে কাঁঠালি॥
তোমার কাঁচকলা রূপের উপাসন পেট-রোগা যত ভক্ত,
ঝোলে কি ভাজায় তোমারে সাজায় (তুমি) মজাও পলতা শুক্ত।
নৈবেদ্যে ও আদ্য শ্রাদ্ধে দয়াময়, জগতের যত নর-বানর
তোমার পৃকার কাঙালি॥
-
রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৩ খ্রিষ্টাব্দের ডিসেম্বর (অগ্রহায়ণ-পৌষ ১৩৪০) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে এই গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৬ মাস।
-
গ্রন্থ:
- নজরুল-সঙ্গীত সংগ্রহ, [নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। ২৩৭৮ সংখ্যক গান। 'কৌতুক নাটিকা : 'পণ্ডিত মশায়ের ব্যাঘ্র শিকার'। পৃষ্ঠা: ৭২৬-৭২৭।
- রেকর্ড: এইচএমভি [ডিসেম্বর ১৯৩৩ (অগ্রহায়ণ-পৌষ ১৩৪০)। এফটি ৭১৮০। নাটিকা: পণ্ডিত মশায়ের ব্যাঘ্র শিকার। চরিত্র: বাবাজি। শিল্পী: বিমল গুপ্ত]
- স্বরলিপিকার ও স্বরলিপি:
- আহসান মুর্শেদ [নজরুল সঙ্গীত স্বরলিপি, চুয়ান্নতম খণ্ড, কবি নজরুল ইন্সটিটিউট, আশ্বিন ১৪২৮। সেপ্টেম্বর ২০২১] গান সংখ্যা ৪। পৃষ্ঠা: ২৭-২৯ [নমুনা]
- পর্যায়: