কণ্ব ঋষির কন্যা আমি, নামটি শকুন্তলা। (konwo rishir konya ami, namti shokuntola)

কণ্ব ঋষির কন্যা আমি, নামটি শকুন্তলা।
তপোবনে থাকি আমি, আমি বনমালা॥
        ঐ দেখ নদী মালিনী,
        ফুল গাছে ভরা তটনী,
পাখির কাকলি শুনি, সকাল সন্ধ্যা বেলা॥
        আমার দু'জন আছে সখি,
        ফুল তুলি আর মালা গাঁথি
এই হরিণীর সাথে থাকি, গলেতে দিই মালা॥
        শান্ত এ ঋষি তপোবন।
        ঋষির চরণ ধোয়াই তিনজন,
তরু মূলে বারি সিঞ্চন, এ কাজ মোদের দু'বেলা॥
        দিলাম মোদের পরিচয়
        শুনলেন রাজা মহাশয়,
পথশ্রম দূর হইবে, মন হবে না উথলা॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
     
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। হারানো আংটি। পঞ্চম দৃশ্যান্তর (তৃতীয় গান)। শকুন্তলার গান। সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৪৮।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৬৯৩।]
  • বিষয়াঙ্গ: মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত 'হারানো আংটি' পালার চাপান সং'-এর পঞ্চম গান। ভণিতা নাই।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।