কত কথা ছিল বলিবার, বলা হ'ল না (koto kotha chhilo bolibar, bola holo na)

কত কথা ছিল বলিবার, বলা হ'ল না।
বুকে পাষাণ সম রহিল তারি বেদনা

         মনে রহিল মনের আশা
         মিটিল না প্রাণের পিপাসা,
বুকে শুকালো বুকে ভাষা 
 মুখে এলো না॥
         এত চোখের জল, এত গান
         এত আদর সোহাগ অভিমান,
কখন সে হ'ল অবসান 
 বোঝা গেল না॥
         ঝরিল কুসুম যদি হায়!
   কেন স্মৃতির কাঁটাও নাহি যায়,
বুঝিল না কেহ কাহারো মন বিধির ছলনা॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ' 'গুলবাগিচা ' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। ভীমপলশ্রী-কার্ফা। পৃষ্ঠা: ১০]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১। গান সংখ্যা ৯। ভীমপলশ্রী-কার্ফা। পৃষ্ঠা ২৩০]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ। [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৩৪৬। রাগ : খাম্বাজ মিশ্র, তাল: কাহার্‌বা। পৃষ্ঠা: ৪০৭-৪০৮]
  • রেকর্ড: মেগাফোন [নভেম্বর ১৯৩৫ (কার্তিক-অগ্রহায়ণ ১৩৪২)। জেএনজি ২২৫। শিল্পী: আঙ্গুরবালা (টেঁপি)]
     
  • সুরকার: ভীষ্মদেব চট্টোপাধ্যায়
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।