আমি চাইনে হতে ভ্যাবাগঙ্গারাম (ami chaine hote bhebagongaram)

আমি চাইনে হ'তে ভ্যাবাগঙ্গারাম ও দাদা শ্যাম
তাই গান গাই আর যাই নেচে যাই ঝম্‌ঝমাঝম্ অবিশ্রাম ॥
আমি সাইক্লোন আর তুফান আমি দামোদরের বান
খোশখেয়ালে উড়াই ঢাকা, ডুবাই বর্ধমান।
আর শিবঠাকুরকে কাঠি ক'রে বাজাই ব্রহ্মা-বিষ্ণু-ড্রাম॥

  • রচনাকাল : গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৩১ বঙ্গাব্দের শ্রাবণ (আগষ্ট ১৯২৪ খ্রিষ্টাব্দ) মাসে 'ভাঙার গান' গ্রন্থটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই গানটি প্রথম এই গ্রন্থে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ২৫ বৎসর ২ মাস।
     
  • গ্রন্থ:
    • ভাঙার গান
      • প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৩১ বঙ্গাব্দ। আগষ্ট ১৯২৪ খ্রিষ্টাব্দ। শিরোনাম 'ঝোড়ো গান']
      • দ্বিতীয় মুদ্রণ [ন্যাশনাল বুক এজেন্সী লিমিটেড। ১৯৪৯ খ্রিষ্টাব্দ। শিরোনাম 'ঝোড়ো গান' (কীর্ত্তন)। পৃষ্ঠা ১৪]
      • নজরুল-রচনাবলী, প্রথম খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা, জ্যৈষ্ঠ ১৪১৩, ২৫শে মে ১৯৯৩ খ্রিষ্টাব্দ। ভাঙার গান। শিরোনাম 'ঝোড়ো গান' (কীর্ত্তন। পৃষ্ঠা: ১৬৮]
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৩৫৭
       
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।