কথা কও, কও কথা, থাকিও না চুপ ক'রে (kotha kow, kow kotha, thakio na chup kore)

        কথা কও, কও কথা, থাকিও না চুপ ক'রে।
        মৌন গগনে হের কথার বৃষ্টি ঝরে॥
        ধীর সমীরণ নাহি যদি কহে কথা
        ফোটে না কুসুম, নাহি দোলে বনলতা।
        কমল মেলে না দল, যদি ভ্রমর না গুঞ্জরে॥
        শোন কপোতীর কাছে কপোত কি কথা কহে
        পাহাড়ের ধ্যান ভাঙি' মুখর ঝর্না বহে।
        আমার কথার লঘু মেঘগুলি হায়!
        জ'মে হিম্ হয়ে যায় তোমার নীরবতায়;
এসো আরো কাছে এসো কথার নূপুর প'রে॥

  • রচনাকাল ও স্থান:গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৪০ খ্রিষ্টাব্দের ৮ জুন  (বৃহস্পতিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৩৪৬), কলকাতা বেতার কেন্দ্র থেকে অতনুর দেশ  নামক গীতি-আলেখ্য সম্প্রচারিত হয়েছিল। এই গানটি ছিল এই অনুষ্ঠানে তরুণীর গান হিসেবে ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৪১ বৎসর ১ মাস।
  • পাণ্ডুলিপি: অতনুর দেশ গীতি-আলেখ্যের পাণ্ডুলিপি
     
  • বেতার: অতনুর দেশ  গীতিচিত্র। কলকাতা বেতারকেন্দ্র।  ৮ জুন ১৯৪০ খ্রিষ্টাব্দ (শনিবার, ২৫ জ্যৈষ্ঠ ১৩৪৭), কলকাতা বেতার কেন্দ্রে সান্ধ্য অধিবেশন। সময় সন্ধ্যা ৭.০০-৭.৪৪টা। শিল্পী: সমরেশ।
    [সূত্র: বেতার জগত। ১১শ বর্ষ, ১১শ সংখ্যা [শনিবার, ১ জুন, ১৯৪০। ১৮ জ্যৈষ্ঠ ১৩৪৭] পৃষ্ঠা: ৫৯৫]

     
  • রেকর্ড: এইচএমভি [মার্চ ১৯৪১ (ফাল্গুন-চৈত্র ১৩৪৭)। এন ২৭০৯৭। শিল্পী সন্তোষ সেনগুপ্ত। সুর: নজরুল ইসলাম] [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার: সুধীন দাশ [নজরুল সঙ্গীত স্বরলিপি, আটাশতম খণ্ড,  নজরুল ইন্সটিটিউট, ঢাকা।  আষাঢ়, ১৪১৩/জুলাই ২০০৬] দশম গান। [নমুনা]
  • সুরকার: নজরুল ইসলাম
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।