কথার কুসুমে গাঁথা গানের মালিকা কার (kothar kushume gantha ganer malika kar)

কথার কুসুমে গাঁথা গানের মালিকা কার।
ভেসে এসে হতে চায় গো আমার গলার হার॥
আমি তারে নাহি জানি
তার সুরের সূত্রখানি,
তবু আমারে জড়ায় কেন গো, ভীরু বন্ধনে বারবার॥
তার সুরের তুলির পরশে, ওঠে আমার হৃদয় রাঙ্গি’,
কোন বিস্মৃত জনমের যেন কত স্মৃতি ওঠে জাগি’।
আমার রাতের নিদে
তার সুর এসে প্রাণে বিঁধে,
যার সুর এত চেনা, কবে দেখা পাবো সেই অচেনার॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।
     
  • গ্রন্থ:
    • অগ্রন্থিত গান। [নজরুল-রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ। বাংলা একাডেমী ঢাকা। ১১ই জ্যৈষ্ঠ ১৪১৭, ২৫শে মে ২০১০] গান সংখ্য ৩৭। পৃষ্ঠা: ১৮।
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ২৫৩৬। পৃষ্ঠা: ৭৮১]
    • নজরুল-সঙ্গীত স্বরলিপি ঊনপঞ্চাশতম খণ্ড । স্বরলিপিকার: ইদ্‌রিস আলী। কবি নজরুল ইন্সটিটিউট, কার্তিক ১৪২৬। নভেম্বর ২০১৯। পৃষ্ঠা: ৮৭-৮৯  [নমুনা]
       
  • রেকর্ড: এইচএমভি [অক্টোবর ১৯৫০ (আশ্বিন-কার্তিক ১৩৫৭)]। এন ৩১২৮২। শিল্পী: বেচু দত্ত [শ্রবণ নমুনা]
     
  • সুরকার: কমল দাসগুপ্ত
  • স্বরলিপি ও স্বরলিপিকার: 
    • বিজলী ধর। সঙ্গীত বিজ্ঞান প্রবেশিকা (আশ্বিন ১৩৪৭)। [নমুনা]
    • নিতাই ঘটক। সঙ্গীতাঞ্জলি, প্রথম খণ্ড (জেনারেল প্রিন্টার্স য়্যান্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৩৭৫। পৃষ্ঠা: ৩৫-৩৭] [নমুনা]
    • ইদ্রিস আলী। ১৯৫০ খ্রিষ্টাব্দের অক্টোবর মাসে এইচএমভি রেকর্ড কোম্পানি থেকে প্রকাশিত গানের [শিল্পী: বেচু দত্ত] সুরানুসারে স্বরলিপিটি নজরুল-সঙ্গীত স্বরলিপি ঊনপঞ্চাশতম খণ্ডে অন্তর্ভুক্ত হয়েছে। [নমুনা]
       
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
    • গ্রহস্বর: গা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।