কদম কেশর পড়ল ঝরি (kodom keshor porilo jhori)

কদম কেশর পড়ল ঝরি তখন তুমি এলে।
বাদল মেঘে গগন ঘেরি ঝড়ের কেতন মেলে॥
         ঝরিয়ে বন-কেয়ার রেণু
         বজ্ররবে বাজিয়ে বেণু,
বৃষ্টি ভেজা দুর্বা দ'লে অরুণ-চরণ ফেলে॥
নদীর দু'কূল ভাঙল যবে অধীর স্রোতের জলে,
তখন দেখি হে অশান্ত তোমার তরী চলে।
        যূথীর নীরব অশ্রু ঝরে
        শ্যামল তোমার চরণ 'পরে,
আকাশ চাহে তোমার পথে তড়িৎ প্রদীপ জ্বেলে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭ / ফেব্রুয়ারী,২০১১) নামক গ্রন্থের ১৩৫১‌ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪০৯।
  • রেকর্ড: টুইন [জুলাই ১৯৩৬ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)। এফটি ৪৪৭১। শিল্পী: গীতা বসু।
     
  • সুরকার: নজরুল ইসলাম
  • স্বরলিপিকার ও স্বরলিপি:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি [বর্ষা]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্যের সুর
    • তাল: দাদরা
    • গ্রহস্বর: রা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।