কন্যার পায়ের নূপুর বাজে রে বাজে রে (konyar payer nupur baje re)

         কন্যার পায়ের নূপুর বাজে রে বাজে রে।
         রুমুঝুমু রুমুঝুমু বাজে রে বাজে রে।
যেন    ভোমরারি ঝাঁক উড়ে গেল ফুল-বনের মাঝে রে॥
         কালো জলে নামলো যেন বুনো হাঁসের দল,
যেন    পাহাড় বেয়ে' ছুটে এলো ঝর্না ছলছল
         থির সায়রে টাপুর-টুপুর ঝরে মেঘের জল
         যেন বাদল সাঁঝে রে॥
যেন    আচম্‌কা নিঝুম রাতে গাঙে জোয়ার এলো
         ঝরা পাতায় চৈতী বাতাস বইলো এলোমেলো।
                      সে সুর ওঠে রিম্‌ঝিমিয়ে
                      আমার বুকে চমক্ দিয়ে
         মহুয়া-ডালে গানের পাখি নীরব হলো লাজে রে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের এপ্রিল(চৈত্র ১৩৪৫-বৈশাখ ১৩৪৬) মাসে গানটির প্রথম রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর।
     
  • রেকর্ড: এইচএমভি [এপ্রিল ১৯৩৯ (চৈত্র ১৩৪৫-বৈশাখ ১৩৪৬)]। এন ১৭২৮৩। শিল্পী: মাধুরী দে।
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
    • নিতাই ঘটক। সঙ্গীতাঞ্জলি, প্রথম খণ্ড (জেনারেল প্রিন্টার্স য়্যান্ড পাবলিশার্স প্রাইভেট লিমিটেড, ১৩৭৫। পৃষ্ঠা: ৫৩-৫৭] [নমুনা]
       
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: ঝুমুরাঙ্গ

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।