কপোত কপোতী উড়িয়া বেড়াই (kopot kopoti uriya berai)

উভয়ে :  কপোত কপোতী উড়িয়া বেড়াই সুদূর বিমানে আমরা দু'জনে।
           কানন-কান্তর শিহরি' ওঠে মোদের প্রণয়-মদির কূজনে॥
স্ত্রী     :  ভ্রমর গুঞ্জে মঞ্জুল গীতি, হেরিয়া আমার বঁধুর প্রীতি,
পুরুষ  :  আমার প্রিয়ার নয়নে চাহি' কুসুম ফুটে ওঠে বিপিনে বিজনে॥
স্ত্রী     :  তোমা ছাড়া স্বর্গ চাহি না, প্রিয়!
           মোদের প্রেমে চাঁদ আসে নেমে মাটির পাত্রে পান করি অমিয়।
পুরুষ  :  বিশ্ব ভুলায়ে ও-রাঙা পায়ে আমারে বেঁধেছে জীবনে মরণে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ' গুলবাগিচা' গীতি-সংকলনের প্রথম সংস্করণে [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩]  গানটি প্রথম প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ১ মাস
     
  • গ্রন্থ:
    • গুলবাগিচা
      • প্রথম সংস্করণ   [১৩ আষাঢ় ১৩৪০, ২৭ জুন ১৯৩৩। পিলু-বারোয়াঁ-ত্রিতালী। পৃষ্ঠা: ৭৪]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংকলন। পঞ্চম খণ্ড। বাংলা একাডেমী। ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৮ মে, ২০১১।  গুল-বাগিচা। গান সংখ্যা ৬৫।  পিলু-বারোয়াঁ-ত্রিতালী। পৃষ্ঠা ২৬৩-২৬৪]
  • রেকর্ড: মেগাফোন [সেপ্টেম্বর ১৯৩৩ (ভাদ্র-আশ্বিন ১৩৪০)]। জেএনজি ৭১। শিল্পী জ্ঞান দত্ত ও পারুলবালা

  • স্বরলিপি ও স্বরলিপিকার:

  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।