বেলা-শেষে উদাস পথিক ভাবে (bela sheshe udas pothik bhabe)

 বেলা-শেষে উদাস পথিক ভাবে
সে যেন কোন্ অনেক দূরে যাবে
                উদাস পথিক ভাবে॥
'ঘরে এসো’ সন্ধ্যা সবায় ডাকে,
'নয় তোরে নয় বলে একা তাকে,
পথের পথিক পথেই বসে থাকে,
জানে না সে কে তাহারে চা'বে-
                উদাস পথিক ভাবে॥
বনের ছায়া গভীর ভালোবেসে
আঁধার মাথায় দিগবধূদের কেশে,
ডাকতে বুঝি শ্যামল মেঘের দেশে
শৈলমূলে শৈলবালা নাবে -
                উদাস পথিক ভাবে॥
বাতি আনি রাতি আনার প্রীতি,
বধূর বুকে গোপন সুখের ভীতি,
বিজন ঘরে এখন সে গায় গীতি,
একলা থাকার গানখানি সে গাবে -
            উদাস পথিক ভাবে।
হঠাৎ তাহার পথের রেখা হারায়
গহন ধাঁধায় আঁধার-বাঁধা কারায়,
পথ-চাওয়া তার কাঁদে তারায় তারায়
আর কি পূবের পথের দেখা পাবে
        উদাস পথিক ভাবে।

  • রচনাকাল ও স্থান: গানটির সুনির্দিষ্ট রচনাকাল পাওয়া যায় না। গানটি প্রথম প্রকাশিত হয়েছিল প্রবাসী পত্রিকার 'ফাল্গুন ১৩২৯' (ফেব্রুয়ারি ১৯২৩) সংখ্যায়। এই সময় নজরুলের বয়স ছিল ২৩ বৎসর ৯ মাস।
     
  • পত্রিকা: প্রবাসী [ফাল্গুন ১৩২৯' (ফেব্রুয়ারি ১৯২৩)। শিরোনাম: 'পথহারা'। পৃষ্ঠা ৫৩০] [নমুনা ]
  • গ্রন্থ:
    • দোলন-চাঁপা।
      • প্রথম সংস্করণ [শ্রাবণ ১৩৩১ বঙ্গাব্দ। আগষ্ট ১৯২৪। শিরোনাম:   পথহারা]
      • নজরুল রচনাবলী। জন্মশতবর্ষ সংস্করণ, প্রথম খণ্ড। বাংলা একাডেমী, ঢাকা। জ্যৈষ্ঠ ১৪১৯, জুন ২০১২। দোলন চাঁপা। শিরোনাম:   পথহারা। পৃষ্ঠা: ৯৩-৯৪
    • নজরুল গীতিকা
      • প্রথম সংস্করণ [ভাদ্র ১৩৩৭ বঙ্গাব্দ। ২ সেপ্টেম্বর ১৯৩০।  বাউল-কার্ফা। ৬ পৃষ্ঠা ৯৯-১০৭]
      • নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ। তৃতীয় খণ্ড [বাংলা একাডেমী, ঢাকা ফাল্গুন ১৪১৩/মার্চ ২০০৭।]  নজরুল গীতিকা। ৮৬। বাউল-কার্ফা। পৃষ্ঠা: ২৩২-২৩২।
  • পর্যায়:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।