কর্‌লে সিঙ্গার চতুর আল বেলি (karle singaar chatur aal beli)

কর্‌লে সিঙ্গার চতুর আল বেলি
স্বজন কে ঘর জানা হোগা॥
না কোয়ি কুটুম কবিলা তেরা
না কোয়ি আপনা বেগানা হোগা॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  নজরুল পুরোপুরি নির্বাক ও স্থবির হয়ে হয়ে যাওয়ার পরে গানটির সন্ধান পাওয়া গিয়েছিল।
       
  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ৩০৪৭। পৃষ্ঠা: ৯৩৩]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।