করুণা তোর জানি মাগো (koruna tor jani mago)

করুণা তোর জানি মাগো আসবে শুভদিন।
           হোক না আমার চরম ক্ষতি থাক না অভাব ঋণ॥
                    আমায় ব্যথা দেওয়ার ছলে
                    টানিস্‌ মা তোর অভয় কোলে,
           সন্তানে মা দুঃখ দিয়ে রয় কি উদাসীন॥
(তোর)   কঠোরতার চেয়ে বেশি দয়া জানি ব'লে,
           ভয় যত মা দেখাস্‌ তত লুকাই তোরই কোলে।
                    সন্তানে ক্লেশ দিস্‌ যে এমন
                    হয়ত মা তার কাছে কারণ,
           তুই কাঁদাস্‌ ব'লে বল্‌ব কি মা হ'লাম মাতৃহীন॥

  • রচনাকাল ও স্থান:গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না।  ১৯৩৬ খ্রিষ্টাব্দের জুলাই (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩) মাসে, টুইন রেকর্ড কোম্পানি এই গানটির প্রথম রেকর্ড প্রকাশ করেছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৭ বৎসর ১ মাস।
     
  • গ্রন্থ:
    • নজরুল-সঙ্গীত সংগ্রহ (নজরুল ইন্সটিটিউট, মাঘ, ১৪১৭ / ফেব্রুয়ারী,২০১১) নামক গ্রন্থের ১৩৭১‌ সংখ্যক গান। পৃষ্ঠা: ৪১৫।
  • রেকর্ড: টুইন [জুলাই ১৯৩৬ (আষাঢ়-শ্রাবণ ১৩৪৩)। এফটি ৪৪৭৪। শিল্পী: জীবনকৃষ্ণ দাস]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: ধর্ম সঙ্গীত [সনাতন হিন্দু ধর্ম, শাক্ত]
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: দাদরা
    • গ্রহস্বর:

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।