কলঙ্ক আর জোছনায় মেশা তুমি সুন্দর চাঁদ (kolonko ar jochhonay mesha tumi shundor chand)

কলঙ্ক আর জোছনায় মেশা তুমি সুন্দর চাঁদ
জাগালে জোয়ার ভাঙ্গিলে আবার সাগর-কূলের বাঁধ॥
        তিথিতে তিথিতে সুদূর অতিথি
        ভোলাও জাগাও ভুলে যাওয়া স্মৃতি
এড়াইতে গিয়ে পরানে জড়াই তোমার রূপের ফাঁদ॥
চাহি না তোমায় তবু তোমারেই ভাবি বাতায়নে বসি'
আমার নিশীথে তুমি আনিয়াছ শুক্লা চতুর্দশী।
        সুন্দর তুমি তবু হয় মনে
        আছে কলঙ্ক জোছনার সনে
মুখোমুখি বসে কাঁদে তাই বুকে সাধ আর অবসাদ॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন মাসে (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) মাসে গানটি গানের মালা গ্রন্থের প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস। 
     
  • গ্রন্থ: গানের মালা । প্রথম সংস্করণ আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। গানের মালা ৬২। বেহাগ মিশ্র-দাদরা।
  • রেকর্ড: টুইন [আগস্ট ১৯৩৪ খ্রিষ্টাব্দ (শ্রাবণ-ভাদ্র ১৩৪১)। এফটি ৩৪৩৭। শিল্পী: সুধীরা দাশগুপ্ত]   [শ্রবণ নমুনা] [অব্যয় ঋদ্ধি (শ্রবণ নমুনা)]
     
  •  স্বরলিপিকার ও স্বরলিপি: সুধীন দাশ।  [নজরুল-সঙ্গীত স্বরলিপি, ত্রয়োদশ খণ্ড। প্রথম সংস্করণ। নজরুল ইন্সটিটিউট জ্যৈষ্ঠ ১৪০১/মে ১৯৯৪।। ষষ্ঠ গান]  [নমুনা]
     
  • সুরকার: কমল দাশগুপ্ত
     
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রকৃতি ও প্রেম
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।