কল্‌মা শাহাদতে আছে খোদার জ্যোতি (kolma shahadate achhe khodar jyoti)

         কল্‌মা শাহাদতে আছে খোদার জ্যোতি
        ঝিনুকের বুকে লুকিয়ে থাকে যেমন মোতি॥
        ঐ কল্‌মা জপে যে ঘুমের আগে
        ঐ কল্‌মা জপিয়া যে প্রভাতে জাগে,
        দুখের সংসার যার সুখময় হয়, তা'র —
        মুসিবত আসে নাকো, হয় না ক্ষতি।
তার   মুসিবত আসে নাকো, হয় না ক্ষতি॥
        হর্‌দম্ জপে মনে কল্‌মা যে জন
        খোদায়ী তত্ত্ব তা'র রহে না গোপন
        দিলের আয়না তার হয়ে যায় পাক সাফ
        আল্লার রাহে তার রহে মতি।
সদা   আল্লার রাহে তার রহে মতি॥
        এস্‌মে আজম হতে কদর ইহার
        পায় ঘরে ব'সে খোদা রসুলের দিদার
        তাহারি হৃদয়াকাশে সাত বেহেশ্‌ত্ নাচে
        আল্লার আরশে হয় আখেরে গতি।
তার   আল্লার আরশে হয় আখেরে গতি॥

  • রচনাকাল ও স্থান:  গানটির রচনাকাল সম্পর্কে বিস্তারিত জানা যায় না। ১৯৩৭ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৪) মাসে, এইচএমভি থেকে এই গানটির একটি রেকর্ড প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৮ বৎসর ৩ মাস।
     
  • রেকর্ড: এইচএমভি। [সেপ্টেম্বর ১৯৩৭ (ভাদ্র-আশ্বিন ১৩৪৪)। এন ৯৯৫৬। শিল্পী: কাশেম মল্লিক]
  • স্বরলিপিকার ও স্বরলিপি: রশিদুন্ নবী । নজরুল সঙ্গীত স্বরলিপি (দশম খণ্ড)। প্রথম প্রকাশ, ৩ ফাল্গুন, ১৩৯৯ বঙ্গাব্দ/ ২৫ ফেব্রুয়ারি, ১৯৯৩ খ্রিষ্টাব্দ। ষষ্ঠ গান]  [নমুনা]
     
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: ভক্তি (ইসলামী গান)
    • সুরাঙ্গ: স্বকীয় বৈশিষ্ট্য
    • তাল: কাহারবা
    • গ্রহস্বর: পা

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।