কলার মান্দাস্‌ বানিয়ে দাও গো, শ্বশুর সওদাগর (kolar mandash baniye dao go, shoshur showdagor)

কলার মান্দাস্‌ বানিয়ে দাও গো, শ্বশুর সওদাগর।
ঐ মান্দাসে চড়ে যাবে বেউলা-লখিন্দর॥
ওলো কুল-বালা নে এই পলার মালা
বর তোর ভেড়া হয়ে রইবে মালার ভয়ে
ও বৌ, পাবিনে জীবনে সতীন-জ্বালা॥
আমরা বেদেনী গো, পাহাড় দেশের বেদেনী
গলার ঘ্যাগ, পায়ের গোদ, পিঠের কুঁজ,
বের করি দাঁতের পোকা, কানের পুঁজ;
ওষুধ জানি লো হোঁৎকা স্বামীর কোঁৎকা খায় যে কামিনী॥
পেত্নী-পাওয়া মিন্‌সে গো ভূতে ধরা বৌ গো।
কালিয়া পেরেত মামদো ভূত শাকচু্ন্নি হামদো পূত
পালিয়ে যাবে বেদের কবচ লও গো॥
বাঁশের কুলো, বেতের ঝাঁপি, পিয়াল পাতার টুকি।
নাও গো বৌ, হবে খোকা খুকি॥
নাচ, নাচ, নাচ – বেদের নাচ? সাপের নাচ?
সোলেমানী পাথর নেবে? রঙিন কাঁচ?

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৯ খ্রিষ্টাব্দের ২৭ মে খ্রিষ্টাব্দে ১৯৩৯ (শনিবার ১৩ জ্যৈষ্ঠ ১৩৪৬) সাপুড়ে ছায়াছবিতে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৪০ বৎসর ১ মাস।
  • চলচ্চিত্র: সাপুড়ে। ২৭ মে খ্রিষ্টাব্দে ১৯৩৯ (শনিবার ১৩ জ্যৈষ্ঠ ১৩৪৬)। নিউ থিয়েটার্সের নিবেদন। প্রেক্ষাগৃহ: পূর্ণ থিয়েটার্স। চরিত্র: বেদেনী দল, ঘণ্টা বুড়ো। শিল্পী: মেনকা, কানন দেবীকৃষ্ণচন্দ্র দে
  • পর্যায়
    • বিষয়: রঙ্গব্যঙ্গ (চলচ্চিত্রের গান)

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।