কলির রাই কিশোরী কলিকাত্যাইয়া গোরী (kolir rai kishori kolikatyaiya gori)

কলির রাই কিশোরী কলিকাত্যাইয়া গোরী,
'বেবী অস্টিনে' চড়ি' চলিছে সাঁঝে।
ঢাকুরিয়া লেকে পিয়াকো সাথ লে কে’
চলে এঁকেবেঁকে আধুনিক ধাঁজে॥
প্যাকাটির মত ক্ষীণা [অর্থাৎ কিনা] ওড়ে বসন ফিনফিনা।
[আবার গলায় গানটি আছেন - সেটি হচ্ছেন-]
'যদি গোকুলচন্দ্র বিনা' [এই গানটি]
গুন্‌ গুন্‌ গুন্‌ ভাঁজে আধুনিক ধাঁজে॥

মুখে তার খড়ি [অর্থাৎ কিনা পাউডার] চোখে চশমা খড়খড়ি
হাতে তার কব্‌জি ঘড়ি টিক্‌ টিক্‌ টিক্‌ বাজে॥
পুরুষ তারে দেখে পালায় ছাতা ঢেকে
[বলে- 'ও বাবা! এ কে? বামা ভীমা যে আঁ!] মর্ডান বামা যে॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩৬ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (ভাদ্র-আশ্বিন ১৩৪৩) মাসে, এইচএমভি রেকর্ড কোম্পানি গানটি প্রথম রেকর্ড করে। এই সময় নজরুলের বয়স ছিল  ৩৭ বৎসর ৩ মাস।
  • রেকর্ড: এইচএমভি [সেপ্টেম্বর ১৯৩৬ (ভাদ্র-আশ্বিন ১৩৪৩)।  এন ৯৭৮২। শিল্পী: রঞ্জিৎ রায়। সুর নজরুল ইসলাম]
  • পর্যায়
    • বিষয়াঙ্গ: হাসির গান  [সূত্র: রেকর্ড বুলেটিন, সেপ্টেম্বর ১৯৩৬]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।