কাঁদিস্‌নে আর কাঁদিস্‌নে মা, আমি মা তোর দুঃখ ঘুচাব (kandish ne ar kandish ne ma, ami ma tor dukkho ghuchabo)

কাঁদিস্‌নে আর কাঁদিস্‌নে মা, আমি মা তোর দুঃখ ঘুচাব।
বসন-ভূষণ দেব এনে মা তোর চোখের জল মুছাব॥
                তুই হবি মা রাজ-জননী
                এনে দেব রত্ন-মণি,
রাজার আসন আন্‌ব ছিনি তোরে সেই আসনে বসাব॥

  • রচনাকাল ও স্থান: ১৯৩৪ খ্রিষ্টাব্দের ১লা জানুয়ারি 'ধ্রুব' নামক চলচ্চিত্রটি মুক্তি পায়। এই চলচ্চিত্রে গানটি ব্যবহৃত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৪ বৎসর ৭ মাস।

  • গ্রন্থ: নজরুল-সঙ্গীত সংগ্রহ [নজরুল ইনস্টিটিউট ফেব্রুয়ারি ২০১২। গান সংখ্যা ১৮১১।  চলচ্চিত্র: 'ধ্রুব' (ধ্রুবের গীত)। পৃষ্ঠা: ৪১৬]

  • চলচ্চিত্র:  ধ্রুব [জানুয়ারি ১৯৩৪ খ্রিষ্টাব্দ মুক্তি পেয়েছিল 'ক্রাউন টকি হাউস' নামক প্রেক্ষাগৃহে। ধ্রুব-এর গান। শিল্পী: মাস্টার প্রবোধ]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।