আমি দেখন-হাসি আমায় দেখ্লে পরে (ami dekhon hashi)
রাগ: বেহাগ মিশ্র, তাল: দাদ্রা
আমি দেখন-হাসি
আমায় দেখ্লে পরে হাসতে হাসতে পেয়ে যাবে কাশী॥
আমি হাসির হাঁসলী ফিরি করি এলে আমার হাসির দেশে
বুড়োরা সব ছোঁড়া হয়, আর ছোঁড়ারা যায় টেসে।
আমার হাস-খালিতে বাড়ি, আমি হাস্নুহানার মাসি॥
এলে আমার হাসির হেঁসেলে তার হাঁসফাঁসানি লেগে
অন্তে শুধু দন্ত থাকে শরীরটা যায় ভেগে।
(আমি) পাতি হাঁসির আণ্ডা বেচি আর হাসির ময়দা খাঁসি॥
সেদিন পথে যাচ্ছিল সব রাজার হাতি ঘোড়া উট
তারা না আমায় দেখি হাসতে হাসতে
‘চোঁ চোঁ চোঁ’ এই না বলি’ অমনি দিলে ছুট
হেসে পালিয়ে গেল দড়ি ছিঁড়ে মটরু মিঞার খাসি॥
- রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩২ খ্রিষ্টাব্দের জুন (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ) মাসে টুইন রেকর্ড কোম্পানি থেকে গানটি প্রথম প্রকাশিত হয়। এই সময় নজরুলের বয়স ছিল ৩৩ বৎসর ১ মাস।
- রেকর্ড:
- টুইন [জুন ১৯৩২ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯)। এফটি ২০২৯। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায় [শ্রবণ নমুনা]
- টুইন [জুন ১৯৩২ (জ্যৈষ্ঠ-আষাঢ় ১৩৩৯)। এফটি ২০২৯। শিল্পী: হরিদাস বন্দ্যোপাধ্যায় [শ্রবণ নমুনা]
- গ্রন্থ:
- সুর-সাকী
- প্রথম সংস্করণ [আষাঢ় ১৩৩৯ বঙ্গাব্দ। জুলাই ১৯৩২]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। সুর-সাকী। ৯৫ সংখ্যক গান। বেহাগ মিশ্র-দাদরা। পৃষ্ঠা ২৮৩-২৮৪]
- নজরুল-সঙ্গীত সংগ্রহ,[নজরুল ইনস্টিটিউট, মাঘ ১৪১৮। ফেব্রুয়ারি ২০১২। সংখ্যা ৮৮৭। রাগ: বেহাগ মিশ্র, তাল: দাদরা। পৃষ্ঠা: ২৭৩]
- সুর-সাকী