কার অভিশাপে হয়েছে পাষাণ (kar ovishape hoyechhe pashan)

কার অভিশাপে হয়েছে পাষাণ।
কতদিন হয়ে আছে সে পাষাণ॥
        কি রূপে সে পাবে মুক্তি,
        বলবে ওস্তাদ তাহার উক্তি,
নারী কিংবা পুরুষ জাতি, বলবে সত্য বিবরণ॥
নজরুল এসলাম চাই প্রশ্নের উত্তর,
কি নাম ছিল গো তার? কেন হইল পাথর,
        মুক্তি পাবে অশ্ব কিসে,
        বলবে ওস্তাদ তাহার দিশে,
স্বরূপ সভায় বলবে এসে, সকল বিবরণ॥

  • রচনাকাল: ১৯১০-১৯১২ খ্রিষ্টাব্দ (১৩১৭-১৩১৯ বঙ্গাব্দ)। বরধ্মান জেলার চুরুলিয়া গ্রামে, নজরুলের ১১ থেকে ১৩ বৎসর বয়সের রচনা।
  • গ্রন্থ:
    • দুখুমিয়ার লেটো গান। চাপান সং। রাজা যুধিষ্ঠির। প্রথম দৃশ্যান্তর। তৃতীয় গান। গোদাকবি গান।  সংকলক ও সম্পাদক: মুহম্মদ আয়ুব হোসেন। বিশ্বকোষ পরিষদ। নজরুল ফাউন্ডেশন। ১৯ অগ্রহায়ণ ১৪১০, ৬ ডিসেম্বর ২০০৩। পৃষ্ঠা: ১৬১।
    • নজরুল-সংগীত সংগ্রহ [রশিদুন্‌ নবী সম্পাদিত। কবি নজরুল ইন্সটিটিউট। তৃতীয় সংস্করণ দ্বিতীয় মুদ্রণ, আষাঢ় ১৪২৫। জুন ২০০৩। লেটোগান। গান সংখ্যা ২৭১১]
  • বিষয়াঙ্গ: মহাভারতের কাহিনি অবলম্বনে রচিত 'রাজা যুধিষ্ঠির' পালার চাপান সং'-এর ষষ্ঠ গান। ভণিতা ‌'নজরুল এসলাম'।

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।