কার মঞ্জির রিনিঝিনি বাজে (kar monjir rinijhini baje)

কার মঞ্জির রিনিঝিনি বাজে  চিনি চিনি।
প্রাণের মাঝে সদা বাজে তারি রাগিণী॥
বন-শিরিষের জিরিজিরি পাতায়
ধীরি ধীরি ঝিরি ঝিরি নূপুর বাজায়,
তমাল-ছায়ায় বেড়ায় ঘুরে মায়া-হরিণী॥
আমার গানে তারি চরণের অনুরণনে
ছন্দ জাগে গন্ধে রসে রূপে বরণে।
কান পেতে রই দুয়ার পাশে 

তারি আসার আভাস আসে,
ঝঙ্কার তোলে মনের বীণায় বীণ-বাদিনী॥

  • রচনাকাল ও স্থান: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৩৪১ বঙ্গাব্দের আশ্বিন  (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ) মাসে গানটি গানের মালা গ্রন্থের প্রথম সংস্করণে অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুলের বয়স ছিল ৩৫ বৎসর ৪ মাস।
     
  • গ্রন্থ: গানের মালা। প্রথম সংস্করণ। আশ্বিন ১৩৪১ বঙ্গাব্দ (সেপ্টেম্বর-অক্টোবর ১৯৩৪ খ্রিষ্টাব্দ)। সিন্ধুড়া-কাওয়ালি]
  • পত্রিকা: সঙ্গীত বিজ্ঞান প্রকাশিকা। [পৌষ ১৩৪১ (ডিসেম্বর ১৯৩৪-জানুয়ারি ১৯৩৫)। কথা ও সুর: কাজী নজরুল ইসলাম। স্বরলিপিকার: জগৎঘটক]  [নমুনা]
  • রেকর্ড সূত্র: এইচএমভি [জানুয়ারি ১৯৩৫ (পৌষ-মাঘ-১৩৪১)। এন ৭৩২১। শিল্পী পারুল সেন। সুর: গোপাল সেন]  [শ্রবণ নমুনা]
     
  • স্বরলিপি ও স্বরলিপিকার:
  • সুরকার:
  • পর্যায়:
    • বিষয়াঙ্গ: প্রেম
    • সুরাঙ্গ: রাগাশ্রয়ী
      • রাগ: সিন্ধুড়া
      • তাল: কাহারবা
      • গ্রহস্বর:
        • ন্ [জগৎ ঘটক-কৃত স্বরলিপি]
        • সা [নীলিমা দাস-কৃত স্বরলিপি]

© সর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।