আমি দেখেছি তোর শ্যামে দেখেছি কদম-তলা (ami dekhechi tor shyame)
আমি দেখেছি তোর শ্যামে দেখেছি কদম-তলা।
আমি দেখেছি তোর অষ্টাবক্রের আঁকাবাঁকা চলা –
তার যত ছলাকলা॥
তুই মোর গোয়ালের ছিঁড়ে দড়ি
রাত-বিরেতে বেড়াস চরি,’
তুই রাখাল পেয়ে ভুলে’ গেছিস্ আয়ান-ঘোষর রলা॥
- রচনাকাল: গানটির রচনাকাল সম্পর্কে সুনির্দিষ্টভাবে কিছু জানা যায় না। ১৯৩১ খ্রিষ্টাব্দের সেপ্টেম্বর (আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ) মাসে প্রকাশিত 'চন্দ্রবিন্দু' সঙ্গীত-সংকলনে গানটি প্রথম অন্তর্ভুক্ত হয়ে প্রকাশিত হয়েছিল। এই সময় নজরুল ইসলামের বয়স ছিল ৩২ বৎসর ৪ মাস।
- গ্রন্থ:
- চন্দ্রবিন্দু
- প্রথম সংস্করণ [সেপ্টেম্বর ১৯৩১, আশ্বিন ১৩৩৮ বঙ্গাব্দ।]
- নজরুল রচনাবলী, জন্মশতবর্ষ সংস্করণ, চতুর্থ খণ্ড [জ্যৈষ্ঠ ১৪১৮, মে ২০১১। চন্দ্রবিন্দু। কমিক গান। শিরোনাম: প্রতিদ্বন্দ্বী। বাউল। পৃষ্ঠা: ২১৬]
- চন্দ্রবিন্দু